সারা World টাকার পিছনে ছুটছে । চাকরি করার পাশাপাশি আরও দু পয়সা ইন কাম করার জন্য সবাই মরিয়া । বেকারাত্ত আমাদের পিষে মারছে । চাকরীর জগত টাকে বড় করে অনেকে স্বাধীন ভাবে Freelancing করছে । বস এর কোন তাড়া নেই । বাংলাদেশ Freelancing জগতে বেশ ভাল ই করছে । স্কুল কলেজের ছাত্র রা Freelancing এর পর বেশ...

ব্যাপারটা অবিশ্বাস্য হতে পারে, কিন্তু সত্যি। এক মাসে আয় ৯৬ লক্ষ সতেরো হাজার ৪ শত ২০ টাকা! ভাবা যায়? কিন্তু এটা সত্যি। কে এতো টাকা আয় করে? কীভাসে সেটা সম্ভব? চলুন আজকে এই ব্যাপারেই কথা বলা যাক। এই ইনকাম যিনি করেছেন তিনি এটা করেছেন এফিলিয়েট মার্কেটিং থেকে। সুতরা তাই শুরুতেই এফিলিয়েট মার্কেটিং বিষয়ে...

বেশ কিছু দিন আগে আমি এই ব্লগে একটা পোস্ট দিয়েছিলাম কীভাবে এফিলিয়েট মার্কেটিং করে সবচেয়ে কম পরিশ্রমে বেশি ইনকাম করা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এতো সহজ করে টিউটোরিয়াল লেখার পরও এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউই সফল হতে পারেননি। অবশ্য যারা ভালো করেছেন তারা খুবই ভালো করেছেন। আর যারা পারেননি...

এফিলিয়েট মার্কেটিং বলতে শুধু এটাই বুঝায় না যে, আপনি কিছু সেল করে দেবেন বিনিময়ে কমিশন পাবেন। এছাড়াও আরও অনেক ওয়ে আছে। এরকম কিছু অফারের কথাই এখানে লিখেছি। আশা করি এই লেখাটি পড়ে এফিলিয়েট সম্পর্কিত আপনার ভয় কেটে যাবে। এফিলিয়েট মার্কেটিং-এর সবচেয়ে জনপ্রিয় একটি মেথড হচ্ছে CPA বা Click Per Action পদ্ধতি।...

আমরা সকলেই জানি যে CPA নেটওয়ার্কগুলো সাধারনত বিভিন্ন্য কারনে একাউন্ট করার পরেও এপ্রুভ করেনা। এর জন্য প্রতিটি CPA নেটওয়ার্কই নিদিষ্ট কিছু নীতিমালা থাকে থাকে। এই নীতিমালা বা বাছাই পর্ব গুলো করা হয় শুধুমাত্র ফেক লীড, স্প্যামিং ঠেকাতে। Attention! একটি কথা কখনই ভুলে যাবেন না, CPA নেটওয়ার্ক স্প্যামিং...

এফিলিয়েট মার্কেটিং করতে গেলে বেশ কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আপনাকে জানতেই হবে। শুধু অর্থ নয়, এর কাজ-পরিধি-ব্যবহার ইত্যাদি জানাও আবশ্যক। এখানে সংক্ষেপে তুলে ধরা হলো। আশা করি খুব সহজেই এসব বুঝতে পারবেন এখন। পরবর্তীতে আরও শব্দ নিয়ে আসা হবে।  Advertiser: এটা হল সেই সাইট বা ব্যক্তি যারা CPA নেটওয়ার্ক...

Popular Posts

Recent Posts

Smiley face

ফেসবুক এ প্রতিদিন আপডেট পেতে নিচের ফলো
বাটনে ক্লিক করুন। আপনার প্রোফাইলে
আমাদের আপডেট নিউজ চলে যাবে।

Text Widget